পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
বরিশাল শিক্ষা বোর্ডের দুটি স্কুলের কেউ পাস করেনি। সেখানে পাসের হার শূন্য।
আজ বৃহস্পতিবার সকালে বোর্ডের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে দেখা যায়, ভোলার বালুর দালাল মাধ্যমিক বিদ্যালয় ও বানারীপাড়ার ডব্লিউ এস এম মাধ্যমিক বালিকা বিদ্যালয় দুটিতে পাসের হার শূন্য। এই দুই বিদ্যালয় থেকে ৫৬ জন পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেনি।
এবার এই শিক্ষা বোর্ডে পাসের হার ৭৭ দশমিক ২৪ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ২৮৮ জন শিক্ষার্থী।