বরগুনায় পিকআপভ্যানের চাপায় মা-ছেলে নিহত

বরগুনা প্রতিনিধি : ছেলেকে নিয়ে ভাইয়ের বাড়িতে যাওয়ার পথে বরগুনার আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে সড়ক দুর্ঘটনায় পথচারী মা ও ছেলে নিহত হয়েছেন।

নিহতরা হলেন উপজেলার কুকুয়া ইউপির পশ্চিম চুনাখালী গ্রামের আবুল কালামের স্ত্রী নূরজাহান বেগম ও তার ছেলে মো. রাকিব। সোমবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকালে মা নূরজাহান বেগম তার ছেলে রাকিবকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে একই সড়কের খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্স সংলগ্ন এলাকার বাসিন্দা ভাই কুদ্দুস পাহলানের বাড়িতে যাচ্ছিল। ওই সময় আমতলী- পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের চুনাখালী কালভার্ট নামক স্থানে পৌছলে একটি ট্রাক এবং পিকআপ ভ্যান ওভারটেক করার সময় পিকআপ ভ্যানটি মা ও ছেলেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও ছেলের মৃত্যু হয়। এ সময় ওই পিকআপ ভ্যানের ড্রাইভার ও হেলপার ঘটনাস্থলে গাড়িটি ফেলে রেখে পালিয়ে যায়।

সংবাদ পেয়ে আমতলী ফায়ার সার্ভিসের কর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌছে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করে এবং মা ও ছেলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আমতলী থানায় নিয়ে আসে।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি ট্রাক এবং পিকআপভ্যান ওভারটেক করার সময় পথচারী মা ও ছেলে পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় আমতলী থানায় একটি মামলা রেকর্ডের প্রক্রিয়াধিন।

পূর্ববর্তী নিবন্ধযশোরের শিশু হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার
পরবর্তী নিবন্ধছেলের বিয়েতে অতিরিক্ত মদপানে বাবার মৃত্যু