পপুলার২৪নিউজ ডেস্ক:
বরগুনা জেলার পাথরঘাটায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৫০ তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ৫ নভেম্বর ২০১৭, রবিবার ব্যাংকের পরিচালক ও এআইবিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা প্রধান অতিথি হিসেবে শাখাটির শুভ উদ্বোধন ঘোষনা করেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন খুলনা জোনের প্রধান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ মঞ্জুরুল আলম। এ সময় বক্তব্য রাখেন পাথরঘাটা ব্যবসায়ি সমিতির সভাপতি মোঃ জামাল শরীফ, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অরুণ কর্মকার, পৌর কাউন্সিলর মোস্তাফিজুর রহমান সুমন, প্রেসক্লাব সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, ভবন মালিকের পক্ষে তাইফুর রহমান তপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জিয়াউল হক, সাবেক পৌর মেয়র মল্লিক মোঃ আইয়ুব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট জাবির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলমগীর হোসেন দাদু, পৌর মেয়র মোঃ আনোয়ার হোসেন আকন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন, পাথরঘাটা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব এইচ, এম, গোলাম কিবরিয়া সিদ্দিকী এবং সমাপনি দোয়া মোনাজাত পরিচালনা করেন পাথরঘাটা সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাবীব উল্লাহ ও ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। শাখা ব্যবস্থাপক মোঃ মাহতাব উদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্জ আব্দুল মালেক মোল্লা বলেন, বরগুনার পাথরঘাটায় আজ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের একটি শাখা উদ্বোধন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শুধু আর্থিক লাভের জন্য এ ব্যাংক প্রতিষ্ঠিত হয়নি। মানুষকে সুদের ভয়াবহতা থেকে রক্ষা করার মহান উদ্দেশ্য নিয়ে ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় আল-আরাফাহ ইসলামী ব্যাংক। তাই আমার উদাত্ত আহ্বান পাথরঘাটাবাসী যেন এখন থেকে ইসলামী ব্যাংকিংয়ের এ অনন্য সেবা গ্রহণ করেন। ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থসামাজিক উন্নয়ন সম্ভব। এরই মধ্যে তা প্রমানে সফল হয়েছে দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।