বন্যা চরিত্রটি নিয়ে শ্রোতামহলে প্রশংসার জোঁয়ারে ভাসছেন অ্যানি খান

বিনোদন ডেস্ক :

গেলো বছরের ১২ ডিসেম্বর আরটিভিতে সঞ্জিত সরকারের রচনা ও পরিচালনায় প্রচার শুরু হয়েছিলো ধারাবাহিক নাটক ‘চিটিং মাস্টার’। এই ধারাবাহিকের বন্যা চরিত্রে অভিনয় করে বেশ প্রশংসিত হচ্ছেন অ্যানি খান। আজ নাটকটি প্রচারের দিক দিয়ে ১৫০’তম পর্ব প্রচার করবে আরটিভি। সপ্তাহের প্রতি বুধ থেকে শনিবার রাত ৯.২০ মিনিটে আরটিভিতে প্রচার হয় ‘চিটিং মাস্টার’। মূলত সমাজের নানান অসঙ্গতিকে নিয়েই সঞ্জিত সরকার নির্মাণ করছেন এই ধারাবাহিকটি। আর এতে বন্যা চরিত্রে বেশ ভালো অভিনয় করছেন বলেও জানান সঞ্জিত সরকার। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অ্যানি খান বলেন,‘ এই মুহুর্তে আমি যে ধারাবাহিকগুলোতে অভিনয় করছি তারমধ্যে আমার ভীষণ ভালোলাগার একটি নাটক হচ্ছে চিটিং মাস্টার। এই ধারাবাহিকে আমরা যারা অভিনয় করছি তাদের মধ্যে সম্পর্কটা অনেকটাই পরিবারের মতোই হয়ে গেছে। কারণ গত বছর থেকে আমরা এই নাটকের কাজ করছি একসঙ্গে। যে কারণে সবার মধ্যে একটা আত্বার বন্ধন তৈরী হয়েছে। আর সঞ্জিত দাদা ভীষণ অমায়িক একজন মানুষ। একজন পরিচালক হিসেবে তিনি বিচক্ষণ নি:সন্দেহে, একজন মানুষ হিসেবেও ভীষণ ভালো। একটি ইউনিট ভালো হবার ক্ষেত্রে পরিচালকের ইচ্ছেটাই অনেক বড়। চিটিং মাস্টার ধারাবাহিকের ইউনিট এক কথায় অসাধারন। যে কারণে কাজ করে ভীষণ ভালোলাগে। আর বন্যা চরিত্রে অভিনয়ের জন্য আমি বেশ ভালো সাড়া পাচ্ছি।’এই ধারাবাহিকে আরো যারা অভিনয় করছেন তারা হচ্ছেন মুনিরা মিঠু, আরফান আহমেদ, আখম হাসান, ফারহানা মিলি, নাদিয়া নদী’সহ আরো অনেকে। এদিকে আগামী ২৬,২৭ ও ২৮ অক্টোবর আবারো এই ধারাবহিকের শুটিং-এ অংশ নিবেন অ্যানি খান। তবে এই মুহুর্তে মানসিকভাবে বেশ যন্ত্রনায় আছেন তিনি। নিজের ফেসবুক নিয়ে ভীষণ বিব্রত’কর পরিস্থিতিতে সময় পার করছেন অ্যানি খান। বিশেষত তার ফেসবুক পেজটি নিয়ে বেশ ঝামেলায় আছেন তিনি। তার ফ্যানপেজ ‘অ্যানি খান’ হ্যাকড করে সেখান থেকে হ্যাকার অন্য একটি মেয়ের ছবি পোষ্ট করছে। পেজটির কোনধরনের পোস্ট থেকে সবাইকে বিরত থাকার অনুরোধ করেছেন অ্যানি খান। পেজটি ফিরে পেলে তিনি সবাইকে অবহিত করবেন বলেও জানান। অ্যানি খান নতুন দুটি ধারাবাহিক নাটকের কাজও শুরু করেছেন। একটি সৈয়দ শাকিলের ‘নীল ঘূর্ণি’ ও অন্যটি জয় সরকারের ‘আজব রঙ্গের মানুষ’।

পূর্ববর্তী নিবন্ধবুয়েট উপাচার্য অসুস্থ : ওবায়দুল কাদের
পরবর্তী নিবন্ধসূর্যগিরি আশ্রম শাখা দুর্গাপূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্টান সম্পন্ন