বনানীর আগুনে শ্রীলংকার নাগরিকের মৃত্যু

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আগুন থেকে বাঁচতে ভবনের নিচে নামতে গিয়ে নিরস দিগনেরাজা নামে শ্রীলংকার এক নাগরিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর বনানীর এফআর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লাগে। এতে ওই ভবনে আটকা পড়েন বহু মানুষ। অনেকে বাঁচতে গিয়ে ভবনের ছাদে অবস্থান নিয়েছেন। অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন।

শ্রীলঙ্কার ওই নাগরিক স্ক্যান অয়েল লজিস্টিক প্রাইভেট লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম)। আগুন লাগার পর তিনি নিচে নামার সময় ধোঁয়ায় অসুস্থ হন। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত।

আগুন নেভাতে নৌবাহিনীর তিনটি হেলিকপ্টার ঘটনাস্থলে গেছে। ভয়াবহ এ আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে আগেই যোগ দিয়েছে নৌবাহিনী ও বিমান বাহিনীর কয়েকটি ইউনিট। পরে সেনাবাহিনীর একটি ইউনিটও উদ্ধার কাজে যোগ দেয়।

পূর্ববর্তী নিবন্ধএলিফ্যান্ট রোডের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তী নিবন্ধসেই নাঈমের পড়ালেখার দায়িত্ব ও পাঁচ হাজার ডলার পুরস্কার ঘোষণা