বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ৪ জেলে নিখোঁজ

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ভোলার মনপুরায় চরনিজাম তিন চর সংলগ্ন সাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এতে ওই ট্রলারের ১১ মাঝিকে উদ্ধার করা হলেও এখনও নিখোঁজ রয়েছেন চারজন।

রোববার রাতে উপজেলার চরনিজাম তিন চর সংলগ্ন সাগরে এ ঘটনা ঘটে।

সোমবার সকাল ১০টা পর্যন্ত নিখোঁজ জেলেদের উদ্ধার সম্ভব হয়নি বলে জানান স্থানীয়রা।

নিখোঁজ জেলেরা হলেন- কামাল মাঝি (৫৮), বাচ্চু (৪৫), আকাশ (৩৫), সাইফুল (২৮)। এদের সবার বাড়ি চরফ্যাসন উপজেলার চরমাদ্রাজ ইউনিয়নের সামরাজ এলাকায়।

চরনিজাম পুলিশ ফাঁড়ির এসআই হারুনুর রশীদ জানান, চরনিজামের আবু মাঝির গদির কামাল মাঝির ট্রলার তিন চর সংলগ্ন সাগরে মাছ ধরা অবস্থায় ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এতে কামাল মাঝিসহ অপর চার জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

পুলিশ জানায়, রাতেই নিখোঁজ জেলেদের উদ্ধারে চর নিজাম থেকে ৮টি ট্রলার সাগরে গেছে।

ডুবে যাওয়া ট্রলারটি চরফ্যাসনের ঢাল চর সংলগ্ন সাগর থেকে উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারে যাওয়া ট্রলারগুলো এখনও ফিরে আসেনি।

মনপুরা থানার ওসি শাহীন খান জানান, ঝড়ের কবলে পড়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে পুলিশের সহযোগিতা অব্যাহত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধকুয়াকাটায় জলাবদ্ধতায় পানিবন্দি অর্ধ-শতাধিক পরিবার
পরবর্তী নিবন্ধযে সিনেমা থেকে ২৭ দৃশ্য বাদ দিল সেন্সর বোর্ড