বঙ্গুবন্ধুর শততম জন্মবার্ষিকীতে শুরু হবে পরবর্তী জনশুমারি ও গৃহগণনা

সাইদ রিপন: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শততম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে দেশের পরবর্তী জনশুমারি ও গৃহগণনা কাজ শুরু করবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

বুধবার (১০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস মিলনায়তনে এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিবিএস সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী।

তিনি বলেন, বঙ্গুবন্ধুর শততম জন্মবার্ষিকী স্মরনীয় করে রাখতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০২১ সালের ১৭ই মার্চ রাত ১২টা শুমারি মুহুর্ত ধরে পরবর্তী সাতদিন জনশুমারি ও গৃহগণনা করবে। ইতিমধ্যেই ২০২১ এর মাঠপর্যায়ে মূল শুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ২০২০ সালের ১৭ই মার্চ থেকে ৬ষ্ট জনশুমারি ও গৃহগণনার ৩৬৫ দিনের কাউন্ট-ডাউন শুরু করা হবে।

তিনি আরো বলেন, ৬ষ্ট জনশুমারিতে কেউ বাদ যাবে না। প্রবাসী ও দেশে অবস্থানরত বিদেশিদের গণনা করা হবে। একই সঙ্গে জনশুমারিতে স্মরণ করা হবে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।

এ বিষয়ে বিবিএসের সেনসাস উইংয়ের পরিচালক ও ফোকাল পয়েন্ট জাহিদুল হক সরদার বলেন, প্রবাসী ও বাংলাদেশে অবস্থানরত সকল বিদেশিদের জনশুমারির গণনার আওতায় আনা হবে। পৃথিবীজুড়ে প্রায় এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। এদের বাদ দিয়ে আর জনশুমারি নয়।

প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি সংখ্যক বসবাস করেন, তাদের সংখ্যা প্রায় ২৫ লাখ। সৌদি আরব ছাড়াও আরব বিশ্বের আরো কয়েকটি দেশে যেমন সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, কাতার ও বাহরাইনে প্রচুর সংখ্যক প্রবাসী বাংলাদেশির বসবাস। এসব প্রবাসীদের গণনা করা হবে। একইভাবে বাংলাদেশেও নানা প্রকল্পে ভারত, জাপানসহ নানা দেশের নাগরিক কর্মরত। এসব নাগরিকদেরও গণনার আওতায় আনা হবে।

অনুষ্ঠানে জানানো হয়, ২০২১ সালে বাংলাদেশে পরিচালিত হতে যাচ্ছে  ৬ষ্ঠ জনশুমারি। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মাধ্যমে পরবর্তী জনশুমারি বাস্তবায়নের লক্ষ্যে মূল শুমারি প্রশ্নপত্র এবং মূল শুমারি পরবর্তী আর্থ-সামাজিক ও জনতাত্ত্বিক কাজ শুরু হয়েছে। যুগপযোগী ও হালনাগাদকরণ সংক্রান্ত বিষয়ে দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করা হয়।

পপুলেশন অ্যান্ড হাউজিং সেনশাস ২০২১’ প্রকল্পের আওতায় ৬ষ্ঠ জনশুমারি অনুষ্ঠিত হবে। স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ২০২১ সালে ৬ষ্ঠ ডিজিটাল জনশুমারি করা হবে। এ পদ্ধতিতে দেশের একটি খানাও (পরিবার) বাদ পড়বে না।

স্যাটেলাইট ইমেজ দেখে জনশুমারিতে সারাদেশে চার লাখ গণনাকারী তথ্য সংগ্রহ করবেন। শিক্ষিত বেকারদের জনশুমারি প্রকল্পে কাজ করার সুযোগ দেওয়া হবে। এর আগে প্রাইমারি স্কুলের শিক্ষকদের জনশুমারির কাজে সুযোগ দেওয়া হয়েছিল। তবে এবার তাদের অংশ গ্রহণের ‍সুযোগ থাকছে না।

 

পূর্ববর্তী নিবন্ধদেবীদ্বারে মা-ছেলেসহ ৪ জনকে কুপিয়ে হত্যা : গণপিটুনিতে ঘাতক নিহত
পরবর্তী নিবন্ধব্রাহ্মণবাড়িয়ায় রিপন হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন