বঙ্গভবনে প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবনে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের এই সরকারি বাসভবন ও কার্যালয়ে পৌঁছেন তিনি।

সূত্র জানায়, দেশে করোনাভাইরাস-সংক্রান্ত উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদকে অবহিত করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন বৈশ্বিক মহামারি। এতে সারাবিশ্বে এখন পর্যন্ত ২ লাখ ৭৬ হাজার ৪৬২ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১১ হাজার ৪১৭ জন। এ ছাড়া চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৯৫৪ জন।

বাংলাদেশে এ ভাইরাস শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বাড়ছে। সবশেষ হিসাবে দেশে এখন পর্যন্ত ২৪ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন দুইজন।

পূর্ববর্তী নিবন্ধমুকসুদপুরে অগ্নিকান্ডে দুটি বসতঘর ভস্মিভুত ॥ ৮ লাখ টাকার ক্ষতি
পরবর্তী নিবন্ধমিরপুরে একটি ভবন লকডাউন, ঘিরে রেখেছে পুলিশ