বঙ্গবন্ধুর ভাস্কর্য অবমাননকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

?

মুকসুদপুর গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননকারীদের বিরুদ্ধে মুকসুদপুর আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙ্গে ফেলা এবং জঙ্গিবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে মুকসুদপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে ৬ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০টায় মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে হতে একটি বিরাট বিক্ষোভ মিছিল শুরু হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে কলেজ মোড়ের মহাসড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল আলম সিকদার। মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর কাউন্সিলার মোঃ আনোয়ার হোসেন মুন্সীর সভাপতিত্বে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশরাফ আলী আশু মিয়া, মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল আলম মোল্যা,তাপসি বিশ্বাস দুর্গা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও ইউ,পি চেয়ারম্যান বাবু শ্যামল কান্তি বোস, যুগ্ম সাধারন সম্পাদক এম, মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী, সিরাজুল ইসলাম, সাংঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন মোল্যা, সালাউদ্দীন মিয়া,ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন,মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ লুৎফর হোসেন মোল্যা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর কলেজের সাবেক জি,এস মিজানুর রহমান মৃধা, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক কামরুজ্জামান কামাল,যুবলীগ নেতা নাইমুল ইসলাম জুম্মান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহারিয়ার বিপ্লব,ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহ সভাপতি আরিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাওন আশরাফ বোরহান ও সরকারী মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান জব্বার প্রমূখ। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান লেবু, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সাংবাদিক কাজী মোঃ ওহিদুল ইসলাম,শিক্ষা বিষয়ক সম্পাদক পারভেজ আলম প্রমুখ। সমােেবশে বক্তাগন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ভাস্কর্য অবমাননকারী, জঙ্গিবাদ ও ধর্মীয় উগ্র মৌলবাদ গোষ্ঠীকে অনতি বিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার আহবান জানান।এছাড়া দুপুরে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এম, মহিউদ্দীন আহম্মেদ মুক্তু মুন্সী ও উপজেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক মোঃ সাব্বির খানের নেতৃত্বে খান্দারপাড় ও বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে খান্দারপাড় বাজার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম, সদস্য পরিতোষ সরকার, ফরহাদ হোসেন মুন্সী,খান্দারপাড় ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি নওশের আহম্মেদ বাদল মল্লিক, সাধারন সম্পাদক আমিনুল ইসলাম মিলন, বহুগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার শেখ ও সাধারন সম্পাদক সনজিত সরকার এবং দুই ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়

পূর্ববর্তী নিবন্ধইসলামের কল্যাণে সবচেয়ে বেশি কাজ করেছেন শেখ হাসিনা: তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে কর্মরত সাংবাাদিক ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে চা,চক্র