বঙ্গবন্ধুর ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে মুকসুদপুর সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের বিক্ষোভ

মেহের মামুন ( গোপালগঞ্জ ) প্রতিনিধি:

কুষ্টিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য ভাঙ্গার প্রতিবাদে “ জাতির পিতার সম্মান, রাখবো মোরা অম্লান” এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরাম র‌্যালী, বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভা করেছে। শনিবার সকালে মুকসুদপুর উপজেলা সরকারি কর্মকর্তা/কর্মচারী ফোরামের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে শেষ করে । পরে সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধাজ্ঞাপন করে বিক্ষোভ সমাবেশ করে। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা ফারুক খান মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপ‌জেলা নির্বাহী অ‌ফিসা‌র জোবা‌য়ের রহমান রা‌শেদের সভাপ‌তিত্বে ওই সভায় উ‌পজেলা স্বাস্থ্য ‌বিভাগ, শিক্ষা বিভাগ, পু‌লিশ বিভাগ, প‌বিরবার প‌রিকল্পনা বিভাগ, কৃ‌ষি বিভাগসহ মাঠ পর্যা‌য়ের ৩শতা‌ধিক কর্মকর্তা কর্মচা‌রির উপ‌স্থি‌তি‌তে ওই সভায় বক্তব্য রা‌খেন সহকা‌রি ক‌মিশনার ভু‌মি আসমত হো‌সেন, ও‌সি আবুবকর মিয়া, কৃ‌ষি‌বিদ মনিরুজ্জামান, শহীদুল ইসলাাম, কৃ‌ষি‌বিদ খায়রুল ইসলাম, ডাঃ সচীন কুমার বিশ্বাস, বাসস জেলা প্র‌তি‌নি‌ধি হায়দার হো‌সেন, যুব উন্নয়ন অ‌ফিসার সাইদুর রহমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধনিজ ফ্ল্যাটে অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে গোপালগঞ্জে সরকারী কর্মকর্তাদের সভা