নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধুর দেখানো পথ ধরেই অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর তার জীবন দিয়ে আমাদের যেপথ দেখিয়ে গেছেন সেই পথ থেকে বিচ্যুত হওয়ার কোনো সুযোগ নেই। দেশের মানুষকে সফলকামী করার জন্য বঙ্গবন্ধুর দেখানো পথে ধরেই দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা।
মঙ্গলবার ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।
দীপু মনি বলে, বঙ্গবন্ধুর আদর্শ থেকে যেন একবিন্দু পথচ্যুত করতে না পরে সেজন্য সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, বিশ্বের এক বিস্ময়কর ও উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ। এই উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। বাংলাদেশকে পিছিয়ে দিতেই ষড়যন্ত্রকারীরা নতুন করে দেশে-বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে।
এ সময় ২৩ বঙ্গবন্ধু এভিনিউর আলোচনা সভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খায়রুজ্জামান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, ড.হাছান মাহমুদ আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, এসএম কামাল হোসেন, মির্জা আজম, আফজাল হোসেন, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃর্ণাল কান্তি দাস, তথ্য ও গবেষণা সম্পাদক ডা.সেলিম মাহমুদ, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন অপু, উপ-দফতর সায়েম খান, উপ-প্রচার আমিনুল ইসলাম আমিনসহ কেন্দ্রীয় কমিটির ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।