বঙ্গবন্ধুর জন্মদিনে হাসপাতাল ও ক্লিনিকে ফ্রি চিকিৎসা

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আগামী ১৭ মার্চ দেশের সব সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ নির্দেশ দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

প্রজ্ঞাপনে বলা হয়, শিশু দিবস উপলক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাসপাতালের বহির্বিভাগে জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়া হবে।

এছাড়া ওই দিন দুপুর ১২টা থেকে ১টার মধ্যে হাসপাতালগুলোতে ‘শিশুর স্বাস্থ্য সচেতনতা, পুষ্টি ও খাদ্য’ সম্পর্কে আলোচনা সভার আয়োজনের জন্য প্রজ্ঞাপনে নির্দেশনা দেয়া হয়েছে।

এছাড়া ১৭ মার্চ সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রোগীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধভিআইপি কেবিনে শেহরিন
পরবর্তী নিবন্ধনিহতদের লাশ শনাক্তে স্বজনদের নমুনা সংগ্রহ শুরু রোববার