বগুড়ায় বিএনপির ৯ নেতাকর্মী গ্রেফতার

পপুলার২৪নিউজ ডেস্ক :
নাশকতার পরিকল্পনা করার সময় বগুড়ার দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদসহ ৯ জনকে গ্রেফতার করেছে।  এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ৩টি পেট্রোল বোমা ও ১০টি জিহাদী বই উদ্ধার করেছে।

পুলিশ জানায়, দুপচাঁচিয়া আক্কেলপুর সড়কের ইসলামপুর গ্রামের দক্ষিন পার্শ্বে অবস্থিত থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ’র চাতালে গ্রেফতারকৃতরা বসে পরিকল্পনা করছিল।  গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি সভাপতি হামিদসহ ৯ জনকে গ্রেফতার করে। পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি জিহাদী বই ও ৩টি পেট্রোল বোমা উদ্ধার করে।  গ্রেপ্তারকৃতরা হলো থানা বিএনপির সভাপতি আব্দুল হামিদ (৫৩), পৌর যুবদলের মোস্তাক আহম্মেদ (৪০), শহীদুল ইসলাম (৩৫), ওমর ফারুক (৩৮), মিজানুর রহমান (৩৭), আব্দুল মজিদ (৩৮), সোহেল রানা (৩৩) এবং মোছাব্বির হোসেন সম্রাট (৩৬) ও কামরুল হাসান মিলন (৩৬)। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা সহ ২০/২৫জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে ওইদিনই থানায় সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।  আজ দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বগুড়ার দুচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃতরা নাশকতার পরিকল্পনা করছিল। এছাড়া তারা নাশকতা মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধরাম রহিমের ডেরায় গোপন সুরঙ্গ ও বিস্ফোরক কারখানা
পরবর্তী নিবন্ধজার্মানির গণমাধ্যমে সু চির সমালোচনা