বগুড়ায় একুশে বইমেলার উদ্বোধন

বগুড়া প্রতিনিধি  : বগুড়ায় শুরু হয়েছে ৯ দিন ব্যাপী অমর একুশে বই মেলা। রোববার (২০ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে শহরের শহীদ খোকন পার্কে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে এই মেলার উদ্বোধন করেন কবি ও প্রাবন্ধিক শোয়েব শাহরিয়ার। প্রধান অতিথি ছিলেন বগুড়ার এডিসি জেনারেল মাছুম আলী বেগ।

বগুড়ার বইমেলায় এবার ৬০টি স্টল বসানো হয়েছে। এছাড়া মেলা উপলক্ষ্যে প্রতিদিন শহীদ খোকন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে। ৯ দিনব্যাপী এই বই মেলায় সার্বিক সহযোগিতা করছে জেলা প্রশাসন ও জেলা পুলিশ।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, কবি ও প্রাবন্ধিক বজলুল করিম বাহার প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধইটের আঘাতে ১১ বছরের শিশু হত্যা
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রামের সঙ্গে ফ্লাইট চালু করছে ত্রিপুরা