মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধুনট উপজেলার বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে লিটন মিয়ার সাথে ২০০৮ সালে চান্দারপাড়া গ্রামের সিরাজুল হকের মেয়ে শারমিন আকতার ছবির বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক কন্যা সন্তান রয়েছে। কিন্তু লিটন মিয়া দীর্ঘ ৬ বছর যাবত প্রবাসে থাকায় এবং ভরনপোষন না দেওয়ায় শারমিন আকতার তিন মাস আগে তাকে ডিভোর্স দেয়। জীবিকার তাগিদে শারমিন আকতার পৌর এলাকার অফিসারপাড়া এলাকায় সাথি বিউটি পার্লারে ব্যবসা শুরু করে। সেই সুবাদে তিনি ওই এলাকার একটি ভবনের পাঁচতলায় ভাড়া থাকে।
গত ৪ সেপ্টেম্বর লিটন মিয়ার ছোট ভাই গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রফিকুল ইসলাম ধুনট অফিসারপাড়া এলাকায় শারমিন আকতারের ভাড়া বাসা থেকে সব আসবাবপত্র টেনে হেঁচড়ে বের করার চেষ্টা করে। এতে বাধা দিলে রফিকুল ইসলাম তাকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। পরে শারমিন আকতারের চাচাতো ভাই আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রভাষক আবু সালাম তুহিন ও তার ভাই তুষার ঘটনাস্থালে পৌঁছালে সে দৌড়ে পালিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে পৌর মেয়রকে সংবাদ দেয়।
তবে পৌর মেয়র এজিএম বাদশাহ্ ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষের কথা শোনার আগেই তিনি উত্তেজিত হয়ে প্রভাষক তুহিন ও তার ভাই তুষারকে মারধর করতে থাকেন। এসময় বাধা দিলে বিউটিশিয়ান শারমিন আকতারকে রাস্তার উপরই জনসম্মুখে মারধর করে মেয়র ও তার লোকজন। পরে পুলিশ তাদেরকে উদ্ধার করে ধুনট থানায় নিয়ে আসে।
এ ঘটনায় গত সোমবার শারমিন আকতার বাদী হয়ে সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলামকে ১নং আসামি, পৌরসভার মেয়র এজিএম বাদশাহকে ২নং আসামি ও আব্দুল মান্নানকে ৩নং আসামি করে বগুড়ার ২নং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বাদী পক্ষের আইনজীবি এ্যাড. আব্দুল হামিদ মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত মামলাটি তদন্তের জন্য বগুড়া পুলিশ ব্যুরো অব ইনভেস্টটিকেশনকে (পিপিআই) দায়িত্ব দিয়েছে।