বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ

সাভার প্রতিনিধি:
সাভারে বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি তৈরী পোশাক কারখানায় প্রায় পাঁচ শতাধিক শ্রমিকা। এসময় তারা আশুলিয়ার কুটুরিয়া-শেরআলী মার্কেট এলাকার আঞ্চলিক সড়কটি প্রায় এক ঘন্টা অবরোধ করে রাখে। মঙ্গলবার দুপুরে জেড এ অ্যাপারেলস লিমিটেড নামক তৈরী পোশাক কারখানার শ্রমিকরা দাবি আদায়ে বিক্ষোভ কর্মসূচী পালন করেন।

বিক্ষোদ্ধ শ্রমিকরা অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক জেড এ অ্যাপারেলস লিমিটেড কারখানায় কর্মরত রয়েছে। গত দুই মাস আগে থেকে কারখানা কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে তাদের বেতন, নাইটবিল ও ওভারটাইমের টাকা পরিশোধ করছে না। এছাড়া কারখানা চালু হওয়ার পর থেকে বিভিন্ন অজুহাতে কোন শ্রমিকে মাতৃকালীন ছুটির ভাতা ও সাধারণ ছুটির ভাতা পরিশোধ করেন না।

বিক্ষুব্ধ আয়শা আক্তার বলেন, কারখানা কর্তৃপক্ষ আগে সঠিক সময়ে শ্রমিকদের বেতন পরিশোধ করতো। গত দুই মাস ধরে কারখানা কর্তৃপক্ষ আমাদের বেতন, নাইটবিল ও ওভারটাইমের টাকা পরিশোধে বিভিন্ন টালবাহানা শুরু করেছে। আমাদের পরিশ্রমের টাকা সময়মতো পরিশোধ না করা হলে বাড়ি ভাড়া, দোকান বকেয়া সহ ছেলে-মেয়ের স্কুলের বেতন পরিশোধ করতে আমাদের জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। এসব কারণে বাড়ির মালিক ও দোকান মালিকরা আমাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে।

নাম প্রকাশ না করার শর্তে কারখানার এক শ্রমিক জানায়, আমাদের পরিশ্রমের টাকা বকেয়া থাকলেও আমরা তা প্রকাশ করতে পারিনা। বেতন, নাইটবিল ও ওভারটাইমের টাকা সঠিক সময়ে পরিশোধ করছে না। এমনকি শ্রমিকদের মাতৃকালীন ছুটির ভাতা ও সাধারণ ছুটির ভাতা পরিশোধ করার কোন নজির নেই কারখানা কর্তৃপক্ষের। এসব বিষয়ে মুখ খুললেই মালিক পক্ষের ভাড়া করা স্থানীয় লোক দিয়ে নিরহ শ্রমিকদের মারপিট শুরু করে। অবশেষে সেচ্ছায় চাকুরি ছেড়ে দিয়ে এলাকা ছাড়ার হুমকি দেয় তারা। তাই এসব দাবি আদায়ের লক্ষ্যে কারখানার সকল শ্রমিক একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করেছে।

স্বাধীন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি আল-কামরান বলেন, কারখানা শ্রমিকদের সঙ্গে কোন বিষয়ে সমস্যা হলেই স্থানীয় কিছু লোক এসব বিষয়ে হস্তক্ষেপ করে। এমনকি বেশ কিছু শ্রমিককে মারপিটের অভিযোগও পাওয়া গেছে। শ্রমিকদের উপর স্থানীয় লোকের হামলা ও হুমকির এমন ন্যাকারজনক ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।

জেড এ অ্যাপারেলস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম বলেন, বেতন পরিশোধের পর্যাপ্ত টাকা আমাদের ব্যাংকে রয়েছে কিন্তু ব্যাংকিং জটিলতার কারণে গত দুই মাস যাবত যথাসময়ে বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তবে, এ বিষয়ে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কর্তৃপক্ষ আগামী ২২ নভেম্বর সমস্যা সমাধানে আশ^াস দেয়।

কারখানার জেনারেল ম্যানেজার বাবু বলেন, শ্রমিকদের বেতন ও অন্যান্য দাবির বিষয়ে শ্রমিক ও শ্রমিক প্রতিনিধির সঙ্গে বসা হচ্ছে। আশা করি এসকল বিষয় দ্রুত সমাধান করা সম্ভব। তবে, কারখানার শ্রমিকদের উপর স্থানীয় লোকের হামলা ও ভয়-ভীতি দেখানোর বিষয়টি তিনি অস্বীকার করেন।

ঢাকা শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার আসাদুজ্জামান বলেন, বকেয়া বেতনসহ অন্যান্য দাবিতে জেড এ অ্যাপারেলস লিমিটেড এর বেশ কিছু শ্রমিক আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে শিল্প পুলিশ ঘটনাস্থালে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এছাড়া অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রকে টপকে এখন ‘শীর্ষ ধনী’ দেশ চীন
পরবর্তী নিবন্ধটি-২০ স্কোয়াডে চার নতুন মুখ, নেই মুশফিক- লিটন- সৌম্য