বউ-শ্বশুরকে একফ্রেমে আনলেন রাজীব, প্রশংসা নেটিজেনদের

বিনোদন ডেস্ক:

দীর্ঘ ১৩ বছর প্রেম করার পর নির্মাতা আদনান আল রাজীবকে বিয়ে করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। চলতি বছরের শুরুতেই সাতপাকে বাঁধা পড়েন এই জুটি।

ঢাকার অদূরের এক রিসোর্টে বসেছিল এই তারকা দম্পতির বিয়ের আসর। যেখানে উপস্থিত ছিলেন বর-কনের পরিবারের সদস্য থেকে শুরু করে শোবিজাঙ্গনের তারকারাও।

মেহজাবীন-রাজীবের প্রেমের কথা ইন্ডাস্ট্রির কারোই অজানা ছিল না। এমনকি দুই পরিবারের মানুষও জানতেন তাদের সম্পর্কের বিষয়ে। যে কারণে এই তারকা জুটির বিয়েটাও হয়েছিল ধুমধাম করে বড় আয়োজনে।

বিয়ের পর স্বামী-স্ত্রী হিসেবে প্রথম ঈদ উদযাপন করেছেন মেহজাবীন ও রাজীব দম্পতি। ঈদ পরবর্তী সময়ে শ্বশুরবাড়িতে শোবিজাঙ্গনের বন্ধুদের সঙ্গে নিয়ে সময় কাটিয়েছেন এই জুটি।

যেখানে রাজীবের ক্যামেরায় ধরা পড়েছে মেহজাবীন ও তার শ্বশুরের বন্ধুত্ব, অভিনেত্রী সাবিলা নূরের খুনসুটি, নির্মাতা আশফাক নিপুণ ও তার স্ত্রী এলিটা করিমের দারুণ কিছু মুহূর্ত।

পেশায় নির্মাতা আদনান আল রাজীব বরাবরই তার কাজের জন্য প্রশংসা কুড়িয়েছেন। এবারও ৯০ দশকের স্টাইলে ছবি এডিট করে আরও একবার ভক্তদের হৃদয়ে জায়গা করে নিলেন।

বিশেষ করে মেহজাবীনের সঙ্গে তার শ্বশুরের হাসিমুখের একটি ছবি নেটিজেনরাও ভালোবাসায় ভড়িয়েছেন। যেই ছবির ক্যাপশনে রাজীব লিখেছেন, ‘বউ-শ্বশুরের বন্ধুত্ব’।

এদিন লাল শাড়িতে দেখা মিলেছে মেহজাবীনের। স্বামীর ক্যামেরায় একের পর এক ক্লিকে ধরা দিয়েছেন তিনি। তার সঙ্গে সাদা শাড়িতে দেখা মিলেছে সাবিলা নূরের। রাজীবদের বাড়িতে স্বামীকে নিয়ে হাজির হয়েছিলেন এই অভিনেত্রী।

পূর্ববর্তী নিবন্ধএলাকার মানুষের জন্য হাসপাতালের আর্জি জানালেন শরিফুল
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত