বইমেলায় মাহমুদ রিয়াত এর উপন্যাস ‘অভিসারী আত্মা’

পপুলার২৪নিউজ ডেস্ক:

অমর একুশে গ্রন্থমেলায় এসেছে মাহমুদ রিয়াত এর উপন্যাস ‘অভিসারী আত্মা’। আজ মঙ্গলবার বাংলা একাডেমির মিডিয়া কর্নারে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইলিয়াস হোসেন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্ষ। উপস্থিত ছিলেন, বিশিষ্ট আইনজীবী শেখ জাকিরুল ইসলাম ও নিগার সুলতানা। এছাড়া আফরোজা সুলতানা, আফরোজা পারভীন কেয়া, বিশ্বনাথ সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

‘অভিসারী আত্মা’ ভিন্ন ধাসের একটি উপন্যাস, যেখানে পাঠক নতুনত্ব খুঁজে পাবেন। ‘অভিসারী আত্মা’-একটি অদৃশ্য অস্তিত্ব, যা এক সময় দৃশ্যমান হবে। ‘অভিসারী আত্মা’ কথা বলবে, প্রেম করবে, আবেগ অনুভুতি ব্যক্ত করবে। রোমান্টিকতায়ও পিছিয়ে থাকবে না, তবে ধরাছোঁয়ার বাইরে থাকবে এই ‘অভিসারী আত্মা’। গল্পের শেষ পরিনতী কি-তা উপন্যাস পড়লে জানা যাবে। সাধারণ শব্দচয়ণে গল্পের বিষয়াবলী পাঠকের ভাল লাগবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টল নম্বর ৬৭ (বাংলা একাডেমি প্রাঙ্গন) এবং মেলা প্রকাশনী স্টল নম্বর-৬৮৭-৮৮ (সোহরাওয়ার্দী উদ্যান) পাওয়া যাচ্ছে উপন্যাস ‘অভিসারী আত্মা’।

উপন্যাসটির প্রচ্ছদ একেছেন শেখ শামসুদ্দীন দোহা। বইটির মূল্য ১৫০ টাকা ।

পূর্ববর্তী নিবন্ধসুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ লুটপাটের খেত
পরবর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে স্বার্থের দ্বন্দ্বে দুষ্ট কমিটি : টিআইবি