স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছরে দলবদলের মৌসুমে খুব একটা মুনশিয়ানা দেখাতে পারেনি স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে এবারের দলবদলে নিজেদের প্রয়োজন অনুযায়ী প্রায় সব সিদ্ধান্তই বাস্তবায়ন করলো ক্লাবটি। যার মধ্যে সবশেষ গ্যাবনের ফরোয়ার্ড পিয়েরে এমেরিক আউবেমেয়াংকে বেচে দেওয়া।
চলতি বছরের শুরুতে ফ্রি ট্রান্সফারে ইংলিশ ক্লাব আর্সেনাল থেকে আউবেমেয়াংকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। নতুন মৌসুম শুরুর আগেই ফ্রিতে পাওয়া এ স্ট্রাইকারকে ১০ মিলিয়ন পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় ১১০ কোটি টাকার বেশি) মূল্যে চেলসির কাছে বিক্রি করে দিলো বার্সেলোনা।
অর্থাৎ মাত্র ৮ মাস স্পেনে থাকার পর আবারও ইংল্যান্ডে ফেরত গেলেন আউবেমেয়াং। চেলসির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। অন্যদিকে চেলসির লেফট ব্যাক মার্কোস আলোনসকে নিজেদের ক্লাবে ভেড়াতে চলেছে বার্সেলোনা।
আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগে দারুণ পারফরম্যান্সের নজির রয়েছে আউবেমেয়াংয়ের। তাই ইংল্যান্ডে খেলা তার জন্য কঠিন কিছু হবে না। আর্সেনালের জার্সিতে ১৬৩ ম্যাচ খেলে তিনি করেছেন ৯২টি গোল। অন্যদিকে বার্সেলোনার হয়ে খেলা ২৪ ম্যাচ করেছেন ১৩ গোল।