পপুলার২৪নিউজ ডেস্ক:
বিশ্বের সবচেয়ে দীর্ঘ স্ট্রবেরি কেক বানানো সহজ কথা নয়। আর এমন কাজের জন্য আগ্রহ ছাড়াও পর্যাপ্ত উপকরণও প্রয়োজন হয়। সম্প্রতি তেমন এক কাজ করে যেন অসাধ্যকেই সাধন করলেন ফরাসীরা।
ফ্রান্সের ২৫তম স্ট্রবেরি কেক উৎসবের আয়োজনে পাঁচ জন পেশাদার পেস্ট্রি শেফ মিলে তৈরি করেছিলেন ১০৫ ফুট লম্বা স্ট্রবেরি কেক। এতো বড় কেক তৈরিতে ব্যবহার করা হয়েছে ৭২০টি ডিম, ৩০০টি ডিমের কুসুম, ৫৯ পাউন্ড চিনি, ৬৬ পাউন্ড ময়দা এবং ৪৪০ পাউন্ড স্ট্রবেরি।
ইতিমধ্যে গিনেস কর্তৃপক্ষ কেকটিকে সব থেকে লম্বা কেকের স্বীকৃতি দিয়েছে। গিনেস বুকে নাম লেখানো কেকটিকে দর্শকদের জন্য উন্মুক্ত না করে বিক্রির উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। মূলত একটি দাতব্য প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহের জন্যই কেকটিকে ছোট ছোট টুকরো করে উৎসবে আগতদের মধ্যে বিক্রি করা হয়। ইউপিআই