ফেসবুক চালাতে নিষেধ করায় কিশোরীর আত্মহত্যা!

পপুলার২৪নিউজ ডেস্ক:

ভারতের হাওড়ার শ্যামপুরের কল্যাণী বটতলা এলাকার বাসিন্দা ঋত্তিকা বেরা। সে স্থানীয় নারিকেলবার দ্বারিকানাথ গার্লস হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী। সামনে তার মাধ্যমিক পরীক্ষা। তাই বাবা মেয়েকে পরীক্ষার আগে ফেসবুক চালাতে নিষেধ করেছিলেন। বাবার এ নিষেধাজ্ঞায় অভিমানী হয়ে আত্মহত্যা করলেন মেয়ে। খবর এবেলাডটইনের।

খবরে বলা হয়, শুক্রবার রাতে খাবার খাবে না বলে বাড়ির তিনতলায় নিজের ঘরে চলে যায় ঋত্তিকা। রাত ১০টার দিকে মেয়েকে ডাকতে গিয়ে দেখেন মেয়ে গলায় ওড়নার ফাঁস লাগিয়ে ঝুলে আছে।

পরে শ্যামপুর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।

পূর্ববর্তী নিবন্ধপুলিশের সহায়তায় লন্ডনে ইরানি দূতাবাসে হামলা!
পরবর্তী নিবন্ধগাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় ১১জন নিহত