ফের পেছাল বনানী ধর্ষণ মামলার সাক্ষ্যগ্রহণ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
রাজধানীর বনানীতে হোটেল রেইন ট্রিতে দুই ছাত্রী ধর্ষণ মামলার সাক্ষ্য গ্রহণ ফের পিছিয়েছে।

আসামি পক্ষের আবেদনের প্রেক্ষিতে সময় পিছিয়ে ১০ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

রোববার ঢাকা মেট্রোপলিটনের দুই নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শফিউল আজম এ আদেশ দেন।

এর আগে ২৪ জুলাই মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আসামি পক্ষের আবেদনের ফলে প্রথম সময় পিছিয়ে ৬ আগস্ট শুনানির দিন ধার্য করা হয়। রোববার পুনরায় সময় পেছানোয় এ নিয়ে দুইবার তারিখ পেছানো হল।

আসামি পক্ষ তাদের বিরুদ্ধে উত্থাপতি অভিযোগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করার জন্য মামলার সার্টিফায়েড কপি না পাওয়ায় আদালতের কাছে সময়ের আবেদন করে। রোববারও একই কারণে দেখিয়ে সময়ের আবেদন করা হয়।

চলতি বছরের ২৮ মার্চ বনানীর ‘দ্য রেইন ট্রি’ হোটেলে জন্মদিনের পার্টির কথা বলে ডেকে নিয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া দুই ছাত্রীকে ধর্ষণ করা হয়।

ঘটনার প্রায় ৪০ দিন পর ৬ মে সন্ধ্যায় বনানী থানায় ধর্ষণের অভিযোগে সাফাতসহ পাঁচজনকে আসামি করে মামলা করা হয়।

অভিযুক্ত পাঁচজন হলেন- আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী।

পূর্ববর্তী নিবন্ধঈদের আগে প্রত্যেক মুক্তিযোদ্ধা সাড়ে বাষট্টি হাজার টাকা করে পাবেন:মোজাম্মেল হক
পরবর্তী নিবন্ধময়মনসিংহে স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির আদেশ