ফের নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া

পপুলার২৪নিউজ ডেস্ক:

উত্তর কোরিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপে জাতিসংঘের সর্বসম্মত ভোটে যোগ দিয়েছে চীন ও রাশিয়া। উত্তর কোরিয়ার ষষ্ঠ এবং বড় ধরনের পরমাণু পরীক্ষার পর দেশ দুটি এই পদক্ষেপ নিল।

কয়লা, সিসা ও সামুদ্রিক খাবারের আমদানিতে নিষেধাজ্ঞাবিষয়ক যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব সমর্থনে জাতিসংঘে ১৫-০–তে ভোটাভুটি হয়। পিয়ংইয়ং হাইড্রোজেন বোমা বানাচ্ছে বলে দাবি করেছে। যুক্তরাষ্ট্রের ওপর হামলার ব্যাপারে দেশটি হুমকি দেওয়া বজায় রেখেছে।

পরমাণু কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে উত্তর কোরিয়ার ওপর এমনিতেই জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে।

গত সপ্তাহে ঘোষিত কঠোর কয়েকটি প্রস্তাব থেকে যুক্তরাষ্ট্র সরে আসার পর গতকাল সোমবার উত্তর কোরিয়ার ওপর নতুন অবরোধ আরোপে সম্মত হলো জাতিসংঘ। এই অবরোধের মধ্যে উত্তর কোরিয়ার তেলসম্পদের ওপর নিষেধাজ্ঞা এবং দেশটির নেতা কিম জং–উনের সম্পদ জব্দ করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপাবনায় যুবককে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধকিমকে ‘নিশ্চিহ্ন করার’ হুমকি ম্যাককেইনের