শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে রাত্রিযাপনের পর কক্সবাজারের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার দুপুর সোয়া ১২টার দিকে নগরীর সার্কিট হাউজ থেকে যাত্রা শুরু করেছেন তিনি।
এর আগে গতকাল শনিবার ঢাকা থেকে রওয়ানা হয়ে ফেনীতে বিশ্রাম নিয়ে রাতে চট্টগ্রাম পৌঁছান খালেদা জিয়া।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, পথে বিএনপির চট্টগ্রামের অনেক নেতাকর্মী যুক্ত হবেন। এর মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদু্লাহ আল নোমানসহ নগরীর অনেকেই থাকবেন গাড়িবহরে।
এ ছাড়া খালেদা জিয়ার সঙ্গে ঢাকা থেকে আসা কেন্দ্রীয় নেতারা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর শীর্ষনেতারাও আছেন।
কক্সবাজার পৌঁছার পর সেখানে সার্কিট হাউজে আজ রাত্রিযাপন করবেন খালেদা জিয়া। সোমবার উখিয়ায় ত্রাণ বিতরণ করার কথা রয়েছে তার। ত্রাণ বিতরণ শেষে চট্টগ্রামে এসে রাত্রী যাপন করবেন তিনি। পরদিনন মঙ্গলবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন সাবেক এই প্রধানমন্ত্রী।