ফের আদালতে তোলা হবে বিক্রমকে

 পপুলার২৪নিউজ ডেস্ক:

আজ ফের আদালতে তোলা হবে অভিনেতা বিক্রম চ্যাটার্জিকে। তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের সময় বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বিক্রম। তাঁর আগের বয়ানের সঙ্গে বেশ কয়েকটি জায়গাতে গরমিল রয়েছে।

ঘটনার দিন দক্ষিণ কলকাতার এক হোটেল থেকে বেরিয়ে বিক্রম ও সনিকা প্রায় আধঘণ্টার মতো গাড়ির মধ্যেই কাটান। সেই সময় তাঁদের মধ্যে কোনও ঝগড়া হয়েছিল কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।

২৯ এপ্রিল ভোররাতে কলকাতার লেক মলের কাছে গাড়ি দুর্ঘটনায় আহত হন অভিনেতা বিক্রম ও তাঁর মডেল বান্ধবী সনিকা সিং চৌহান। এরপর তাঁদের দু’জনকেই উদ্ধার করে বাইপাশের ধারে এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।   সেদিনই মৃত্যু হয় সনিকার। তারপর স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে টালিগঞ্জ থানার পুলিশ ও কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ। প্রথমে তাঁর বিরুদ্ধে গাফিলতির অভিযোগে মামলা রুজু করা হয়। পরে ট্র্যাফিক আইন ভাঙা ও অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে পুলিশ।

এরপর দফায় দফায় বিক্রমকে জিজ্ঞাসাবাদ করা হয়। তবে প্রতিবারই তিনি বয়ান বদল করেন বলে অভিযোগ। ঘটনার দিন তিনি মত্ত অবস্থায় ছিল বলেও অভিযোগ ওঠে। পাশাপাশি, গাড়ির গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটারের বেশি ছিল বলে ফরেন্সিক তদন্তে প্রমাণিত হয়। তারপর অবশ্য দীর্ঘদিন ধরেই বিক্রমকে খুঁজে পাওয়া যায়নি। লালবাজারে খাতায় কলমে নিখোঁজ ছিলেন তিনি। অভিযোগ, সোশাল সাইটে নাকি তাঁর আনাগোনা টের পেয়েছিলেন সনিকার কয়েকজন বন্ধু। এই ঘটনায় সঠিক তদন্ত চেয়ে কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দেন সনিকার বাবা ও মা। এছাড়া, সনিকার চার বান্ধবীও আলিপুর আদালতে গোপন জবানবন্দী দেন।

৬ জুলাই রাত সাড়ে ১২টা নাগাদ কসবায় একটি শপিং মলের সামনে থেকে বিক্রমকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও টালিগঞ্জ থানার পুলিশ। পরের দিন আলিপুর আদালতে তোলা হলে তাঁকে তিনদিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক। আজই শেষ হচ্ছে তাঁর পুলিশ হেফাজতের মেয়াদ। তাই আজ ফের আদালতে তুলে তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধজয়কে নিয়ে কলকাতা যাচ্ছেন অপু বিশ্বাস
পরবর্তী নিবন্ধবাবা ক্লাস এইটে ফেল করেছিল : রণবীর কাপুর