ফেব্রুয়ারিতে বেড়েছে রপ্তানি আয় 

নিজস্ব প্রতিবেদক

সদ্যবিদায়ী ফেব্রুয়ারি মাসে দেশে পণ্য রপ্তানি থেকে আয় এসেছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২ দশমিক ৭৭ শতাংশ।

সোমবার (৩ মার্চ) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ফেব্রুয়ারিতে বেড়েছে দেশের রপ্তানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৭ শতাংশ। ২০২৪ সালের ফেব্রুয়ারি রপ্তানি আয়ের পরিমাণ ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার।

জানা গেছে, চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১১ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এই আট মাসে বাংলাদেশ ৩২.৯৩ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছ। গত অর্থবছরের এই সময়ে রপ্তানি আয় ছিল ২৯.৫৪ বিলিয়ন মার্কিন ডলার।

এর মধ্যে কেবল জানুয়ারিতেই রপ্তানি আয় ৯.৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে তিন দশমিক ৯ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল তিন দশমিক ছয় বিলিয়ন ডলার।

মঙ্গলবার (৪ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী এই হিসাব পাওয়া যায় । যদিও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) প্রতি মাসে আনুষ্ঠানিকভাবে রপ্তানি প্রতিবেদনে প্রকাশ করে থাকে। এই মাসে এখনও তারা কোনো তথ্য প্রকাশ করেনি।

কাস্টমস বিভাগের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে বরাবরের মতোই ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড গড়ছে ‘ছাবা’, তৃতীয় সপ্তাহের আয় কত
পরবর্তী নিবন্ধ৩০টির বেশি সিনেমার নায়িকা এখন সরকারি শীর্ষ কর্মকর্তা