ফেনী প্রেস ক্লাবের নতুন কমিটির শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ

পপুলার২৪নিউজ ডেস্ক:
ফেনী প্রেস ক্লাবের ২০১৮ সালের নব-নির্বাচিত কমিটির প্রথম সভা রোববার ডক্টরস্ ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত পরিষদের সদস্যগণ দুপুরে ফেনীর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে নতুন বছরের কার্যক্রম শুরু করেন।
নব-নির্বাচিত পরিষদের সভাপতি মুহাম্মদ আবু তাহের ভুইয়া (ডেইলি অবজারভার, ডিবিসি নিউজ, সাপ্তাহিক বর্ণমালা) ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি) এর নেতৃত্বে সকল সদস্য শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে^ পুস্পস্তবক অর্পন করেন।
পুস্পস্তবক অর্পণ শেষে দুপুরে নবনির্বাচিত পরিষদের সদস্যরা ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী’র সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়। এসময় নিজাম উদ্দিন হাজারী নতুন পরিষদকে স্বাগত জানিয়ে বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আমরা একসাথে মিলেমিশে সমৃদ্ধ ফেনী গড়তে চাই। তিনি সাংবাদিকদের প্রতি অতীতের ন্যায় ভবিষ্যতেও তাঁকে সহযোগিতার আহবান জানান। সবসময় তিনি সাংবাদিকদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পুস্পস্তবক অর্পণ ও ফেনী-২ আসনের সাংসদের সাথে সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আর.এম আরিফুর রহমান (দীপ্ত টিভি, দৈনিক আমাদের সময়), কোষাধ্যক্ষ মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে, সাপ্তাহিক ফেনী সমাচার), দপ্তর ও প্রচার সম্পাদক মাঈনুল ইসলাম রাসেল (এস.এ টিভি), তথ্য প্রযুক্তি ও প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আল-মামুন (সাপ্তাহিক কলকন্ঠ, পরিবর্তন ডট কম), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ ২৪)। কার্যকরী সদস্য নুরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), আবু তাহের (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), শওকত মাহমুদ (বিটিভি, দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ), সদস্য আসাদুজ্জামান দারা (দৈনিক কালের কন্ঠ), ক্লাবের সহযোগী সদস্য সৌরভ পাটোয়ারী (সাপ্তাহিক ফেনীর গৌরব), শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), এম. এমরান পাটোয়ারী (সাপ্তাহিক ফেনী বার্তা), আতিয়ার সজল (সময় সংবাদ), মোস্তফা কামাল বুলবুল (সাপ্তাহিক ফেনী টাইমস্), শাবিহ মাহমুদ (সাপ্তাহিক বর্ণমালা), সুরঞ্জিত নাগ (দৈনিক ভোরের কাগজ), শেখ আশিকুন্নবী সজিব (দৈনিক অজেয় বাংলা), জুলহাস তালুকদার (সময় সংবাদ), দুলাল তালুকদার (চ্যানেল আই)।

পূর্ববর্তী নিবন্ধবিদ্যুতের দাম কমাতে ক্যাবের আলটিমেটাম
পরবর্তী নিবন্ধবেঙ্গালুরুতে বারে আগুন লেগে নিহত ৫