ফেনী পাবলিক স্কুলের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও পুরস্কার বিতরণী

পপুলার২৪নিউজ ডেস্ক
ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাংক রোডস্থ পূর্ব উকিলপাড়ায় অবস্থিত ফেনী পাবলিক স্কুল এর সমাপনী পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান বৃহস্পতিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মোহাম্মদ আবুল কালামের পরিচালনায় ও বিদ্যালয় কমিটির সভাপতি এডভোকেট মো. সাইফ উল্য¬াহ রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটার। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার কাউন্সিলর লুৎফর রহমান খোকন হাজারী, ফেনী মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক এম এ কালাম। অতিথিবৃন্দ ছাড়াও আরো বক্তব্য রাখেন স্কুল নির্বাহী কমিটির সদস্য নুরুল আবছার, মো. আরিফ, সহকারী প্রধান মাঈন উদ্দিন শাহীন প্রমুখ। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে মানপত্র পাঠ করেন চতুর্থ শ্রেণির ছাত্রী নওরিন নাজহা নুহা। অনুষ্ঠানে অভিভাবক, গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যাক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ মো. মিজানুর রহমান।

পূর্ববর্তী নিবন্ধসাংসদ আমানুরের জামিন আবেদন খারিজ
পরবর্তী নিবন্ধভারতের সঙ্গে সুসম্পর্ক বিনষ্ট করতে ঠাকুরপাড়ায় হামলা:ওবায়দুল কাদের