ফেনীতে ফেল করায় ২ শিক্ষার্থীর আত্মহত্যা

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:
এসএসসি পরীক্ষায় ফেল করায় ফেনীর ফুলগাজী ও সোনাগাজীতে দুই শিক্ষার্থী আত্মহত্যা করেছে।নিহতরা হল- তাহমিনা আক্তার (১৬) ও জেসি আক্তার (১৬)।

এদের মধ্যে তাহমিনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার দরবারপুর ইউনিয়নের দক্ষিণ বরইয়া গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

এ বছর ফুলগাজীর মুন্সীরহাট আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয়ে মানবিক বিভাগ থেকে তাহমিনা এসএসসি পরীক্ষা দিয়েছিল।

স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন সেন্টু সাংবাদিকদের জানান, শুক্রবার সকাল ৮টার দিকে পরিবারের লোকজন ঘরের কাঠের সঙ্গে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানান, বান্ধবী রেশমা পাস করায় সকালে তাহমিনার কাছে মিষ্টি পাঠানো হয়। এতে অভিমানে আত্মহত্যা করে সে।

ফুলগাজী থানার ওসি এম এম মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, ফেনীর সোনাগাজীতে এসএসসি পরীক্ষায় ফেল করায় জেসি আক্তার নামে এক শিক্ষার্থী শুক্রবার সকালে নিজ বাসায় বিষপানে আত্মহত্যা করেছে।

সে মতিগঞ্জ ইউনিয়নের সুলাখালী গ্রামের খোন্দকার বাড়ির ফখর উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী ও ছাত্রীর পরিবার জানায়, জেসি এবার সোনাগাজী মোহাম্মদ ছাবের মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল।

ফেল করায় সোনাগাজী বাজারের নিজ বাসায় শুক্রবার সকাল ৯টার দিকে বিষপান করে সে। সকাল ১০টার দিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জেসিকে মৃত ঘোষণা করেন।

পূর্ববর্তী নিবন্ধ৭ দিনেই ৮০০ কোটির ক্লাব খুলল ‘বাহুবলী ২’!
পরবর্তী নিবন্ধটেন্ডুলকারের দেখা প্রথম সেরা ইনিংস