ফেনীতে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ফেনী শহরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে ট্রাকচাপায় মোটরসাইকেল-আরোহী এক এনজিওকর্মীর মৃত্যু হয়েছে।

ফেনী মডেল থানার ওসি মো. রাশেদ খান চৌধুরী জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে শহরের সোনাগাজী বাসস্ট্যান্ড সংলগ্ন মিফতাহুল মাদরাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কবির আহম্মদ (২০) বেসরকারি ক্ষুদ্রঋণদাতা আশার সোনাগাজী উপজেলার কুঠিরহাট শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়।

ওসি রাশেদ বলেন, চট্টগ্রামগামী একটি ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে খাক্কা দিলে কবিরসহ দুইজন ছিটকে পড়েন। এ সময় কবির ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

গুরুতর আহত অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করায়।

পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন ওসি রাশেদ।

পূর্ববর্তী নিবন্ধএবার কম্বোডিয়া থেকে ১০ লাখ টন চাল আমদানি করা হচ্ছে
পরবর্তী নিবন্ধআনুশকার সঙ্গে কাজলের মিল খুজে পান শাহরুখ?