ফেনীতে অজ্ঞাত রোগে ২৫ শিক্ষার্থী অসুস্থ

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
ফেনীর পরশুরামের খণ্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ২৫ শিক্ষার্থী অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে পড়েছে।

বুধবার দুপুর ১২টায় ৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর আগে মঙ্গলবার দুপুরে স্কুল চলাকালে একে একে ২০ শিক্ষার্থী অজ্ঞাত রোগে অজ্ঞান হয়ে যায়।

প্রধান শিক্ষক মো. ইসমাঈল হোসেন বলেন, স্কুলের প্রথম ক্লাস শেষ হওয়ার পর তারা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হানিফ জানান, তারা বিষয়টি জানিয়ে জেলা স্বাস্থ্য কর্মকর্তার বরাবর আবেদন করেছেন। বুধবার দুপুরে আক্রান্ত শিক্ষার্থীদের পরশুরাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু তাহের স্বপন জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এ যাবত ১৫ শিক্ষার্থী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। শিক্ষার্থীদের হঠাৎ করেই শ্বাসকষ্ট হয়, এরপর হাত-পা বাকা হতে থাকে।

অসুস্থ শিক্ষার্থীদের অনেকেই এখন স্বাভাবিক হয়ে ওঠায় তাদের বাড়ি পাঠানো হয়েছে। তবে তারা ঠিক কি রোগে আক্রান্ত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেননি ওই চিকিৎসক।

পূর্ববর্তী নিবন্ধপাউবোর প্রকল্পে চরম অনিয়ম-দুর্নীতি হয়েছে:টিআইবি
পরবর্তী নিবন্ধপাকিস্তানের ওপর চাপ বাড়িয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র