স্পোর্টস ডেস্ক : এক পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচে নেমেছে বাংলাদেশ। লিটন কুমার দাসের চোটে একাদশে জায়গা পেলেন শামীম হোসেন। বাংলাদেশ দলে পরিবর্তন এই একটিই। লিটন না থাকায় এই ম্যাচে উইকেট কিপিংয়ের দায়িত্ব সামলাবেন রনি তালুকদার।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ: মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।
এদিকে হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন লিটন দাস। নিউ জিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে এই উইকেটরক্ষক ব্যাটারকে ছাড়া খেলতে নামবে বাংলাদেশ। তার বদলি হিসেবে নেওয়া হয়েছে শামীম হোসেনকে। তবে কিপিং করবেন রনি তালুকদার।
মাউন্ট মঙ্গানুইয়ে শুক্রবার (২৯ ডিসেম্বর) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের মুখোমুখি বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই বাংলাদেশের সিরিজ নিশ্চিত হবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে লিটনকে না পাওয়া সফরকারীদের জন্য বড় ধাক্কা।
টস
টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। শুক্রবার (২৮ ডিসেম্বর) মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে ম্যাচটি শুরু হবে।
সিরিজ জয়ের হাতছানি
এর আগে কখনো নিউ জিল্যান্ডের মাটিতে তাদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই সম্ভাবনার সামনে দাঁড়িয়ে নাজমুল হোসেন শান্তর দল। নেপিয়ারে সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে গেছে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে বাকি দুই ম্যাচের একটি জিতলেই সিরিজ নিজেদের করে নেবে সফরকারীরা।
নেপিয়ারে সবশেষ দুই ম্যাচে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি জয়ের সুখস্মৃতি তাদের সঙ্গী। এছাড়া মাউন্ট মঙ্গানুইয়ে গত বছর টেস্ট জয়ের অভিজ্ঞতাও আছে বাংলাদেশের। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি-টোয়েন্টিতে জয়ের প্রধানতম মূল মন্ত্র হলো ফিয়ারলেস ক্রিকেট, ভয়ডর-হীন ক্রিকেট। বলে-ব্যাটে প্রথম টি-টোয়েন্টিতে এই প্রক্রিয়াতেই বিশ্বের অন্যতম সেরা দলকে ৫ উইকেটের ব্যবধানে হারাতে পেরেছে নাজমুল হোসেন শান্তর দল।