পপুলার২৪নিউজ ডেস্ক:
অধিকৃত পশ্চিম তীরে গত বছরের মার্চে আবদুল ফাতাহ আল শরিফ নামে এক ফিলিস্তিনি তরুণকে গুলি করে হত্যার দায়ে এলোর আজারিয়া (২০) নামে ইসরাইলি সেনার বিচার শুরু হয়েছে। খবর বিবিসির।
গত বছরের ২৪ মার্চ পশ্চিম তীরের হেবরন এলাকায় টহল দেয়ার সময় এক ইসরাইলি সেনা ফিলিস্তিন দুই তরুণের হামলার শিকার হলে এলোর আজারিয়া তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে।
এতে ঘটনাস্থলেই আল শরিফের অপর সহযোগী কাসরাবি(২১) নিহত হয় এবং আহত অবস্থায় আল শরিফকে আটকের পর তাকে গুলি করে হত্যা করে ওই ইসরাইলি সেনা।
তেল-আবিবের একটি আদালতে ওই সেনার বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে বিচার শুরু হয়। আহত ফিলিস্তিন যুবককে হত্যার দৃশ্য অন্য এক সেনার মোবাইল ফোনে ধারণ করায় অবশেষে ফিলিস্তিন ওই যুবককে হত্যার বিচার শেষ পর্যন্ত আলোর মুখ দেখল।
তবে, ইসরাইলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, অভিযুক্ত ওই সেনাকে দিয়ে গোটা ইসরাইলের সেনা সদস্যদের মনোভাব বিচার করা ঠিক হবে না। এটা ছিল একটা বিছিন্ন ঘটনা।