আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপিন্সের রাজধানী ম্যানিলার দক্ষিণে যাত্রীবাহী একটি বাস গিরিসঙ্কটে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যায় অক্সিডেন্টাল মিনদোরো প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এ ঘটনায় আরো ১২ জনেরও বেশি যাত্রী আহত হয়েছেন।
বুধবার অক্সিডেন্টাল মিনদোরো প্রাদেশিক পুলিশের পরিচালক জ্যেষ্ঠ সুপার রোমি এস্তেপা ডিজেডএমএম রেডিওকে জানিয়েছেন, বাসটি একটি সেতুর রেলিংয়ে আঘাত করার পর ১৫ মিটার গভীর একটি গিরিসঙ্কটে পড়ে যায়।
“চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে না মানবিক ভুলে এ ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি আমরা,” বলেছেন তিনি।
দুর্বল অবকাঠামো ও গণপরিবহনে অব্যবস্থার জন্য ফিলিপিন্সে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে।