বুধবার মধ্যরাতের কিছুক্ষণ পরে দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের একটি উপকূলীয় রিসোর্টে মাগুইডের অবস্থানের সন্ধান পেয়ে সেখানেই তাকে গুলি করে হত্যা করা হয়।
পুলিশের এক প্রতিবেদনের বরাতে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
পুলিশ জানিয়েছে, তিনজন সহযোগীকে আটকের পর মধ্যপ্রাচ্য ভিত্তিক আইএস সমর্থিত দল আনসারুল খলিফার প্রতিষ্ঠাতা মাগুইডের সন্ধান জানতে পারে পুলিশ।
ফিলিপিনো সংখ্যালঘু মুসলিম অধ্যুষিত মিন্দানাওয়ে সক্রিয় বিভিন্ন ইসলামী সশস্ত্র দলের অন্যতম আনসারুল খলিফা। কয়েক দশকের পুরনো বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলটির দাবি তাদের এক লাখ ২০ হাজারেরও বেশি সংখ্যক বিদ্রোহী রয়েছেল।
স্থানীয় পুলিশের প্রধান সুপার সেড্রিক ট্রেইন এএফপিকে বলেন, নিহত মাগুইড একাধিক বোমা হামলার ঘটনা ঘটাতে চেয়েছিলেন। বিভিন্ন শহরে উৎসব চলাকালে মানুষ হত্যার জন্য তারা বিস্ফোরক ডিভাইস (আইইডি) ব্যবহার করে থাকে।
আনসারুল খলিফা আইএসের স্বীকৃতি পেতে চায়। এ জন্য নিজেদের শিবিরগুলোতে তারা আইএসের পতাকা উড়াতো।
২০১৫ সালে নভেম্বরে পালিমবাংয়ে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আনসারুল খলিফার আটজন সদস্য নিহত হয়। ম্যানিলা থেকে এক হাজার কিলোমিটার দূরবর্তী দক্ষিণ মিন্দানাওয়ের এই শহরেই মাগুইড জন্মগ্রহণ করেছিলেন।
মাগুইড নিহত হওয়ার ঘটনায় সম্ভাব্য সহিংস প্রতিক্রিয়ার ব্যাপারে সতর্ক করেছেন ফিলিপাইনের স্বরাষ্ট্র সচিব ইসমাইল সুয়েনো।
এ অবস্থায় চলতি মাসে ফিলিপাইনের ক্যাথলিক খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসবকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। ইসমাইল বলেন, তারা (আনসারুল খলিফা) প্রতিশোধ নেয়ার জন্য হামলা চালাতে পারে, তাই আমাদের প্রস্তুতি দ্বিগুণ করতে হবে।