ফিরেছেন সাজেকে আটকা পড়া পর্যটকরা

রাঙামাটি প্রতিনিধি :

রাঙামাটিতে উজানের পানিতে তলিয়ে যাওয়া বাঘাইহাট-সাজেক সড়কের পানি কমে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে ছেড়ে গেছেন পর্যটকরা। বেশিরভাগ পর্যটক নৌকাযোগে এবং গাড়িতে সাজেক ছেড়েছেন। শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে এ তথ্য জানান সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সূপর্ণ দেব বর্মন।

সাজেক ইউনিয়ন পরিষদের সচিব বিশ্বজিৎ চক্রবর্তীও এতথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, খাগড়াছড়ির দীঘিনালা সড়কে এখনো পানি রয়েছে। স্থানীয়রা আশা করছেন, আজ বিকেলের মধ্যে পানি কমলে এই সড়কে যান চলাচল স্বাভাবিক হতে পারে।

এবারের বন্যায় লংগদু উপজেলার নিম্ন এলাকার বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানি নেমে গেলেও দীঘিনালার মেরুং সড়কে পানি থাকায় খাগড়াছড়ির সঙ্গে যোগাযোগ এখনো বিছিন্ন রয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের কুকুরমারা এলাকায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, ‘বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে সুদীপ্ত চাকমা নামে (৩) এক শিশু পানিতে ডুবে মারা গেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন আব্দুল হাফিজ
পরবর্তী নিবন্ধআন্তর্জাতিক নদী আইন মতে প্রতিবেশী রাষ্ট্রের ক্ষতি করা যাবে না : সৈয়দা রিজওয়ানা হাসান