স্পোর্টস ডেস্ক:
সিরিজ জিততে ম্যাচ জেতার বিকল্প নেই বাংলাদেশের সামনে। টস হেরে এমন ম্যাচে নামতে হয়েছে ব্যাটিংয়ে।
বাংলাদেশের শুরুটা অবশ্য মন্দ হয়নি। দুই উদ্বোধনী ব্যাটার তামিম ইকবাল ও এনামুল হক বিজয় খেলছিলেন স্বাচ্ছন্দ্যে।
রোববার হারারের স্পোর্টস ক্লাব মাঠে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতে একটি উইকেটও হারায়নি বাংলাদেশ। জিম্বাবুয়ের বোলাররাও বলার মতো ভীতি তৈরি করতে পারেননি। উল্টো জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়েছেন তামিম-বিজয়। টাইগার অধিনায়ক তো ৪৪ বলে পেয়ে গেছেন হাফ সেঞ্চুরিও। কিন্তু এরপরই তিনি ফিরেছেন সাজঘরে। চিভাঙ্গার বলে ক্যাচ তুলে দিয়েছেন কাইতানোর হাতে।
তামিম-বিজয়ের ব্যাটে দেখা মিলছিল ইতিবাচকতার। যার শুরুটা করেন তামিমই। ইনিংসের প্রথম দুই ওভারের ১২ বল খেলেন তিনি, হাঁকান তিনটি বাউন্ডারি। অভিষিক্ত ব্র্যাডলি ইভান্সের করা পঞ্চম ওভার থেকে নেন দুই চার ও ১ ছক্কায় ১৪ রান।
পাওয়ার প্লের ১০ ওভারে ৬২ রান তুলেছে বাংলাদেশ। তামিম ৫০ ও বিজয় অপরাজিত ছিলেন ১০ রানে। কিন্তু এরপরই ফিরতে হলো তামিমকে। পাওয়ার প্লের ওভারগুলোতে তামিম একাই মেরেছেন ১১টি বাউন্ডারি, বিজয়ের ব্যাট থেকেও এসেছে একটি।