ফিনল্যান্ডের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব সফর শেষে ফিনল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার রাত ১টা ২৫ মিনিটে লুফথহানসা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে জেদ্দা থেকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে রওনা হন তিনি।

ওআইসির চতুর্দশ সম্মেলনে যোগ দিতে গত শুক্রবার বিকেলে সৌদি আরবে পৌঁছান শেখ হাসিনা। সম্মেলনে অংশ নেওয়ার পর স্থানীয় সময় শনিবার রাত ১টার দিকে মক্কায় ওমরাহ পালন করেন তিনি। এরপর মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স.) এর রওজা জিয়ারত করেন।

এর আগে গত ২৮ মে প্রধানমন্ত্রী শিনজো আবের আমন্ত্রণে নিকেই সম্মেলন ও দ্বিপাক্ষিক সফরের জাপান যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান সফর শেষে বাদশার আমন্ত্রণে ৩১ মে সৌদি আরব সফরে যান প্রধানমন্ত্রী। সেখানে ওআইসি শীর্ষ সম্মেলনে মুসলিম বিশ্বের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।

ফিনল্যান্ড সফর শেষে আগামী ৮ জুন দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

পূর্ববর্তী নিবন্ধভুল হয়েছে, টাইগারদের জয়ের পর স্বীকার করলেন ম্যাককালাম
পরবর্তী নিবন্ধকাপড় ব্যবসায়ীকে বিয়ে করছেন অভিনেত্রী নুসরাত