ফারুকের আসন শূন্য ঘোষণা, যেকোনো দিন তফসিল

নিজস্ব প্রতিবেদক:

চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়।

বৃহস্পতিবার (১৮ মে) আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সংসদ সচিবালয়। যেকোন সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ওই আসনে ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন (ইসি)।

সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) গত ১৫ মে মৃত্যুবরণ করেন। ফলে একাদশ জাতীয় সংসদের ঢাকা-১৭ আসন ওই তারিখে শূন্য হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআইনশৃঙ্খলা সংক্রান্ত নানা চ্যালেঞ্জ আসতে পারে: আইজিপি
পরবর্তী নিবন্ধপুরো আসনের নয়, কেন্দ্রের ফল বাতিল-স্থগিত করতে পারবে ইসি