ফাইনালে ওঠা আকবরদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

পচেফস্ট্রুমে মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবার যুব বিশ্বকাপের ফাইনালে উঠেছে তারা। এই সাফল্যের উচ্ছ্বাসে মেতে উঠেছে গোটা বাংলাদেশ। ইতিহাস সৃষ্টি করা খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারায় বাংলাদেশ। তাতে বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পায় তারা। এবার আর একটি ম্যাচ জিতলেই অভূতপূর্ব ইতিহাস গড়বেন আকবররা। আগামী রবিবার তাদের প্রথম বৈশ্বিক ট্রফি জয়ের পথে শেষ বাধা ভারত।

সাফল্যের চূঁড়ায় ওঠা হবে কিনা জানতে অপেক্ষা করতে হবে আর তিনদিন। তবে ফাইনালে ওঠার আনন্দও তো কম নয়। ইতালির মিলান থেকে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘তোমাদের (ক্রিকেট দল) সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন। তোমরা দেশের জন্য সম্মান বয়ে আনায় আমি খুবই আনন্দিত।’

এর আগে কোয়ার্টার ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর শেখ হাসিনা ভিডিও কলে যুব দলকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪ ফেব্রুয়ারি ইতালি সফরে গেছেন। আগামীকাল শনিবার তার দেশে ফেরার কথা। বাসস

পূর্ববর্তী নিবন্ধশক্তিশালী গণতন্ত্রের জন্য শক্তিশালী বিরোধী দল চাই : কাদের
পরবর্তী নিবন্ধদোয়ারাবাজারে বালু মাটি দিয়ে ফসল রক্ষা বাঁধ নির্মাণ