পপুলার২৪নিউজ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে বাংলাদেশের সাহায্য চায় জিম্বাবুয়ে ক্রিকেট দল। শ্রীলংকাকে বড় ব্যবধানে পরাজিত করার মধ্য দিয়ে সাকিব-তামিমরা জিম্বাবুয়েকে সাহায্য করতে পারেন।
সেদিক চিন্তা করলে জিম্বাবুয়েকে পাশে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার শ্রীলংকার বিপক্ষে মাঠে লড়াইয়ে অংশ নেবে স্বাগতিক বাংলাদেশ। এ দিনের ম্যাচের ওপর নির্ভর করছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে সাকিব-তামিমদের প্রতিপক্ষ কারা হবে। তবে শ্রীলংকার বিপক্ষে খেলতে নামার আগে বাংলাদেশ দলের শুভকামনা করছে জিম্বাবুয়ে ক্রিকেট দলও।ত্রিদেশীয় সিরিজে নিজেদেরে তিন খেলায় সবকটি জিতে ১৫ পয়েন্ট তুলে নিয়েছে বাংলাদেশ। অন্যদিকে চার খেলায় জিম্বাবুয়ের সংগ্রহ ৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৪ পয়েন্ট তুলেছে শ্রীলংকা।
বৃহস্পতিবার দুপুর ১২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশ এবং শ্রীলংকার চতুর্থ ম্যাচ। এদিন সাকিব-তামিমরা বড় ব্যবধানে শ্রীলংকাকে হারাতে পারলে বাড়তি সুবিধা পাবে জিম্বাবুয়ে। তখন চার খেলায় জিম্বাবুয়ে এবং শ্রীলংকা দুই দলের পয়েন্টই সমান চার হবে। বাংলাদেশ যদি এদিন শ্রীলংকাবে বাজেভাবে হারাতে পারে তাহলে রান রেটের মার প্যাচে এগিয়ে থেকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে যাবে জিম্বাবুয়ে।
মূলত এ কারণেই বাংলাদেশ বনাম শ্রীলংকা ম্যাচের আগে মাশরাফিদের শুভকামনা করছে জিম্বাবুয়ে। মঙ্গলবার ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের শুভকামনা জানিয়ে জিম্বাবুয়ের পেস বোলার কাইল জার্ভিস বলেন, আমাদের আসলে আগেই ফাইনাল নিশ্চিত করা উচিত ছিল। যেটা আমরা করতে পারিনি। এখন শেষ ম্যাচের দিকে তাকিয়ে আছি। বাংলাদেশ ভালোভাবে জিতুক সেই কামনাই আমরা করি।