ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনে করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। শুক্রবার সকাল ১১ ঘটিকায় তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওর ফসল রক্ষার বাধ পরিদর্শন করে শ্রীপুর বাজার আওয়ামী লীগের অফিসে চা চক্রে মিলিত হন তিনি। এই সময় তিনি পিআইসিদের উদ্যোশে বলেন দেশের স্বার্থে আপনারা ভাল ভাবে কাজ করবেন। অন্যতায় কঠিন শান্তি পাবেন এই কথাটা মনে রেখে কাজ করেন।
এ সময় উপস্তিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইউসুব, প্রধান প্রকৌশলী নিজামুল হক, তত্বাবধায়ক প্রকৌশলী ছিদিকুর রহমান, জেলা প্রশাসক আঃ আহাদ, উপজেলা নির্বাহী অফিসার সাইফুর জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল হুসেন খান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আমিনুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধনলুয়ার হাওরে পুরনো বাঁধের মাটি দিয়ে বাঁধ নির্মাণ
পরবর্তী নিবন্ধছাতকে জলমহালের মৎস্য আহরণ নিয়ে দু’পক্ষ মুখোমুখি