পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসনে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ১৩ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
ফরিদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার ভোরে চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালায়।
এ সময় আদালত ১৩ জেলেকে আটক, ৭৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৬০ কেজি ইলিশ মাছ জব্দ করেন। পরে আদালত ওই ১৩ জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেল হাজতে পাঠানো নির্দেশ দেন।
জব্দ করা ইলিশ মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা মালিক তানভীর হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।