পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
ফরিদপুরে ব্যবসায়ী গিয়াসউদ্দিন হত্যা মামলায় তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিকালে এ আদেশ দেন ফরিদপুরের ১ম দায়রা জজ আদালতের বিচারক মুসরাত জেরীন।
ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- জামির আলী, এনামুল কবির ও মিন্টু শেক।
এদের মধ্যে আদেশের সময় জমির ও এনামুল আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামি মিন্টু শেক পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ২০ অক্টোবর সদর উপজেলার খলিলপুর বাজারে ব্যবসায়ী গিয়াস উদ্দিন পাট বিক্রি করে বাড়ি ফিরছিলেন। সদর উপজেলার বারোখাদা সেতুর কাছে জামির আলী, এনামুল কবির ও মিন্টু শেক চাপাতি ও রামদা দিয়ে গিয়াস উদ্দিনকে কুপিয়ে আহত করে।
পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
একই দিন গিয়াস উদ্দিনের স্ত্রী শিউলি বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে ফরিদপুরের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ সেই মামলার রায় হলো।