“পরিবার পরিকল্পনাঃ জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন”-এ প্রতিপাদ্যকে সামনের রেখে আজ মঙ্গলবার ফরিদপুরে জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে।
আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে শোভাযাত্রাটি আবার ওই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিবার পরিকল্পনা বিভাগের ফরিদপুরের উপপরিচালক মোহাম্মদ আলী সিদ্দিকী। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. অরুণকান্তি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা প্রমুখ।
বক্তারা বলেন, দেশের জনসংখ্যাকে সমস্যা না ভেবে মানব সম্পদে রূপান্তর করে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে জাতির কাঙ্খিত উন্নয়ন ত্বরাম্বিত করতে হবে।