ফরিদপুরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:ফরিদপুরে আগুনে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন- ওই গ্রামের আজাদ মোল্লার স্ত্রী আলেয়া বেগম (৩৮) ও তাদের শিশুকন্যা আদুরী (৫)।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত বাড়ির তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে থাক মা আলেয়া এবং শিশু আদুরী মারাত্মক দগ্ধ হন।

এতে রাতেই আলেয়ার মৃত্যু হয়। পরে ভোরে শিশু আদুরী ঢাকা নেয়ার পথে মারা যায়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুরুল ইসলাম জানান, রাত ১০টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে বাড়িতে থাকা তিনটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে আলেয়া বেগমের মৃত্যু হয়। আহত হয় পাঁচ বছরের শিশু আদুরী।

শিশুটিকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাত সাড়ে ৩টার দিকে ঢাকায় নেয়ার পথে আদুরীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই ঘরের মধ্যে থাকা যাবতীয় আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এ ব্যাপারে আলিয়াবাদ ইউপি চেয়রম্যান ওমর ফারুক ডাবলু বলেন, আমি ঢাকায় ছিলাম, রাতেই খবর পেয়েছি। আমি ফরিদপুর পৌঁছার পরই ওই পরিবারের কাছে যাব।

এ ছাড়া আমার ইউপি সদস্যরা পরিবারটির পাশে রয়েছেন এবং সার্বিক খোঁজখবর রাখছেন।

পূর্ববর্তী নিবন্ধগ্রেফতারি পরোয়ানার সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতার সম্পর্ক নেই
পরবর্তী নিবন্ধসরিয়ে দেয়া হলো উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে