ফরিদগঞ্জে ট্রাক্টরচাপায় ৫ শিক্ষার্থীসহ আহত ৬

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:

ফরিদগঞ্জে চলাচলে নিষিদ্ধ করা ট্রাক্টরচাপায় ৫ শিক্ষার্থীসহ ৬জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনকে আংকাজনক অবস্থায় ফরিদগঞ্জ থেকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো।

বুধবার সকালে উপজেলার কড়ৈতলী চৌরাস্তা এলাকায় দ্রুতগামী টাক্টর ওই শিক্ষার্থীদের বহনকারী সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এই ঘটনা ঘটে।

আহতরা হলো- শোল্লা উচ্চ বিদ্যালয় ও কলজের ৮ম শ্রেণির নাফিজা তাসনীম নিহা, জেসমিন আক্তার, সুমাই আক্তার, ৯ম শ্রেণির রাশিদা আক্তার ও দশম শ্রেণির রেহানা আক্তার এবং সিএনজি অটোরিকশা চালক ফয়সাল ।

জানা গেছে, সকালে উপজেলার শোল্লা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৫জন শিক্ষার্থী একটি সিএনজি অটোররিকশা নিয়ে জাতীয় শিক্ষা সপ্তাহ’১৭ উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা পর্যায়ে অনুষ্ঠানে যোগদিতে তারা রওনা করে। কড়ৈতলী চৌরাস্তা এলাকায় পৌঁছালে সড়কে চলাচল নিষিদ্ধ একটি দ্রুতগামী ট্রাক্টর তাদের চাপা দেয়। এতে ওই ৫জন শিক্ষার্থীসহ ৬জন গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় সকলকে ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্মরত চিকিৎসক গুরতর আহত তিন জনকে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।

ফরিদগঞ্জ থানা ওসি আবুল কালাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টর এবং চালক রাজুকে আটক করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফিলিস্তিন নিয়ে ভয়ংকর পরিকল্পনা!
পরবর্তী নিবন্ধফর্সা হওয়ার সহজ উপায়