ফরহাদ মজহার নিখোঁজের ঘটনাকে নাটক মনে হয়:আইজিপি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
তথ্য উপাত্তের ভিত্তিতে কবি, কলামিস্ট ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার নিখোঁজের ঘটনাকে নাটক মনে হয় বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক।

বৃহস্পতিবার দুপুরে পুলিশ সদর দফতরে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় আইজিপি দাবি করেন, ফরহাদ মজহার মাইক্রোতে নয়, খুলনায় গেছেন বাসে করে।

গত ৩ জুলাই ভোর ৫টায় শ্যামলীর নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ফরহাদ মজহার। এরপর তার মোবাইলফোন থেকে বেশ কয়েক দফায় ফোন করে মুক্তিপণ দাবি করা হয়।

রহস্যজনকভাবে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর যশোরের শিল্পশহর নওয়াপাড়া থেকে উদ্ধার ফরহাদ মজহার। নওয়াপাড়া বেঙ্গল টেক্সটাইল মিলের সামনে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে তাকে উদ্ধার করে র্যাব।

ফরহাদ মজহার জবানবন্দিতে বলেছেন, তিনি অপহরণের শিকার হয়েছিলেন।

পূর্ববর্তী নিবন্ধক্যাটের পরিবর্তে পরিণীতি
পরবর্তী নিবন্ধএসেক্স থেকে কোন টাকা নেননি তামিম