জেলা প্রতিনিধি:
ফতুল্লায় সেফ ইট ফার্স্ট ফায়ার প্রটেকশন নামে একটি দোকানে অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার (ফায়ার ডিসটিংগুইশার) বিস্ফোরণে রফিকুল ইসলাম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিটে জেলা পরিষদসংলগ্ন বিলাসনগর এলাকায় এ ঘটনাটি ঘটে।
বিস্ফোরণে নিহত ওই ব্যক্তির শরীরের ওপরের কিছু অংশ ছিন্নভিন্ন হয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ফতুল্লা থানার ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদসংলগ্ন বিলাসনগর এলাকায় একটি অগ্নিনির্বাপণ গ্যাস সিলিন্ডার রিফিলের দোকানে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত হয়েছেন।