ফটিকছড়ির সেচ্ছাসেবী সংগঠন সোনালী প্রজন্ম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আলমগীর নিশান ; ফটিকছড়ি, চট্টগ্রাম ;
উৎসবমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ির সেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন “সোনালী প্রজন্ম ফাউন্ডেশন” এর ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্টিত হয়েছে।
২৬ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার স্থানীয় একটি কনভেনশন সেন্টারে সংগঠনের সভাপতি মুরাদ আহমেদ শাওন এর সঞ্চালনায় সমাজসেবক লায়ন মোঃ ফোরকানুল আমিনের সভাপতিত্বে অনুষ্টানে আমন্ত্রিত অতিথি ছিলেন ওমান আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম তৌহিদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন খুলশী থানা শাখার সভাপতি লায়ন ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান, মোজাম্মেল শাহ চৌধুরী, রাজনীতিবীদ আব্দুল্লাহ, ব্যবসায়ী সম্রাট শাহজান, মানবাধিকার কর্মী নুসরাত জাহান রুবি সহ আরো অনেকে।
সংগঠনের পক্ষ থেকে সাংগঠনিক বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন, মরতুজা হোসেন রাজু, মারুফুল ইসলাম ইমন।
আলোচনা সভা শেষে এলাকার দুঃস্থ, অসহায় মানুষদের মাঝে শীত বস্ত্র ও সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য উপজেলার বিভিন্ন সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে “স্মরণিকা” নামক বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন আমন্ত্রিত অতিথিরা।
এর পূর্বে সংক্ষিপ্ত সময়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বিগত সময়ে অনুষ্ঠিত সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির ভূয়সী প্রশংসা করে বলেন, সমাজ উন্নয়ন ও মানবতার স্বার্থে সোনালী প্রজন্ম ফাউন্ডেশন নিঃস্বার্থ ও আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। তরুণ সমাজকে ঐক্যবদ্ধ রেখে বৃহৎ উপজেলার সামগ্রিক উন্নয়নে অত্র সংগঠন আরো ব্যাপক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পূর্ববর্তী নিবন্ধদিনাজপুরে হত্যার দায়ে স্ত্রীর যাবজ্জীবন
পরবর্তী নিবন্ধ৪১তম বিসিএসের বিজ্ঞপ্তি বিকেলে